Krantikal News

collapse
Home / সাতকানিয়ায় তদন্ত কেন্দ্রের ইনচার্জকে মোটরসাইকেল দিল পুলিশ প্রশাসন

সাতকানিয়ায় তদন্ত কেন্দ্রের ইনচার্জকে মোটরসাইকেল দিল পুলিশ প্রশাসন

2025-09-25  Mehedi Hasan  116 views

রিপোর্ট নুরুল কবির: চট্টগ্রামের সাতকানিয়া থানার ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিককে আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে একটি মোটরসাইকেল প্রদান করেছে পুলিশ প্রশাসন।


গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে এই মোটরসাইকেল হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি জেলা পুলিশের কল্যাণ সভায় ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নিকট মোটরসাইকেলের আবেদন করেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পুলিশ সুপার নতুন মোটরসাইকেল প্রদানের অনুমোদন দেন।


আবেদন পূর্ণ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশান্ত কুমার ভৌমিক বলেন, “এই মোটরসাইকেল দায়িত্ব পালনে আমাকে আরও গতিশীল ও কার্যকর হতে সহায়তা করবে। এলাকায় দ্রুত সাড়া দেওয়া এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে এটি হবে অত্যন্ত উপকারী।”


এদিকে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেন, “জনগণের নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যরা সবসময় সামনের সারিতে কাজ করে যাচ্ছেন। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হলে তাদের মনোবল ও কার্যক্ষমতা আরও বৃদ্ধি পাবে, যা আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে।”


Share: