আরাধ্য
নিভৃত স্নিগ্ধ মন হয়েছে আকুল,
কংক্রিটের উপরে ঝরে পড়া বকুল।
তৃষ্ণার্ত চাতক বৃষ্টির আশায় থাকে,
অলীক প্রচেষ্টায় চিত্র চোখে আঁকে।
গাঙচিল উড়ে দূর নীল আকাশে,
কালো চোখ হয়ে যায় বিবর্ণ ফ্যাকাশে।
যেদিন আমাদের হয়েছিল দেখা,
উড়ে যাওয়া পাখি মতো যেন পুষে রাখা।
তুমি বলেছিলে চলে যাওয়ার দিনে…
রয়ে যাব আমি যদি রাখো মনে।
তুমি বলেছিলে চলে যাওয়ার দিনে,
যদি মনে রাখো থেকে যাবো হৃদয় গহীনে।
ধরে রাখা কঠিন মনে রাখা সহজ,
অব্যক্ত ইচ্ছে গুলো ছিঁড়ে খায় মগজ।
হয়ে গেলে আরাধ্য,
ভুলে যাওয়া অসাধ্য।
কৃতজ্ঞ তার কাছে আজীবন ধরে,
সুন্দর অনুভূতি যে দিয়েছে মোরে।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।