ক্রান্তিকাল নিউজ ডেস্ক: নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত রয়েছে। গেলো ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদক উদ্ধারে বড় সাফল্য এসেছে।

পলাশ থানার ঘোড়াশাল উত্তরচরপাড়া এলাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার ৬৯০ টাকা ও ৩০ পিস ইয়াবাসহ মো. হেলিম মিয়াকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ডিবি পুলিশের অভিযানে মাধবদী থানার চৌয়া মেহেরপাড়া এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. বাছেদ ও মকবুল হোসেন।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে, অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদী জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।