Krantikal News

collapse
Home / Politics / “একজন সফল মানুষের গল্প”: ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা পেলেন জনপ্রিয় নেতা মনজুর এলাহী

“একজন সফল মানুষের গল্প”: ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা পেলেন জনপ্রিয় নেতা মনজুর এলাহী

2025-08-25  Mehedi Hasan  224 views

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহীর সফলতা ও জনপ্রিয়তা নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ মিলনায়তনে আয়োজিত “একজন সফল মানুষের গল্প কথা” শীর্ষক আলোচনা সভায় সদ্য লন্ডন সফর শেষে দেশে ফেরা মনজুর এলাহীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

IMG-20250825-WA0002

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মনজুর এলাহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, জেলা আইডিইবি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, পলাশ রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান এবং নরসিংদী মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

IMG-20250825-WA0004

বক্তারা বলেন—মনজুর এলাহী শুধু রাজনীতিতেই নয়, সামাজিক উন্নয়ন, শিক্ষাক্ষেত্র ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেও জেলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর নিষ্ঠা, সততা ও জনবান্ধব কার্যক্রম তাঁকে সাধারণ মানুষের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা জানান।


Share: