রিপোর্ট মেহেদী হাসান : নরসিংদীর পলাশে এক প্রবাসীর পাঁচ খণ্ড মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল গনি (৪৫)। তিনি ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় যুগ ধরে আব্দুল গনি সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। কিছুদিন আগে ছুটিতে দেশে এসে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আগামী ২৯ সেপ্টেম্বর তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।
নিহতের স্ত্রী জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। রাত ২টার দিকে এবং ফজরের সময় ফোনটি সংক্ষিপ্ত সময়ের জন্য চালু হলেও পরে আবার বন্ধ হয়ে যায়।
পরদিন সকালে স্থানীয়রা ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল মূল রেলস্টেশনের মাঝামাঝি রেললাইনের নিচে ছিন্নভিন্ন একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই মনির হোসেন মরদেহটি শনাক্ত করেন।
ঘটনাস্থলে উপস্থিত নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন জানান,
“সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহটি পাঁচ খণ্ড অবস্থায় পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যার বিচার দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।