Krantikal News

collapse
Home / শিবপুরে শীর্ষ সন্ত্রাসী ‘সৈকত ওরফে শওকত’ গ্রেফতার

শিবপুরে শীর্ষ সন্ত্রাসী ‘সৈকত ওরফে শওকত’ গ্রেফতার

2025-06-16  Mehedi Hasan  228 views

ক্রান্তিকাল নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে কুখ্যাত কিশোর গ্যাংয়ের হোতা ও শীর্ষ সন্ত্রাসী মোঃ সৈকত ওরফে শওকত আলী (২৬)। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছয় চেম্বারবিশিষ্ট রিভলবার ও একটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ।

Screenshot_20250616-144529_Video Player

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তাকে সহায়তা করেন এসআই রেজাউল ও এসআই সাদেক, অভিযানে অংশ নেয় পুলিশের একটি চৌকস দল। অভিযানে সৈকতের কোনো প্রতিরোধের সুযোগ হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত সৈকত আলী, শিবপুর উপজেলার বানিয়াদি এলাকার (ভাসমান) বাসিন্দা এবং মৃত সিদ্দিকুর রহমান ওরফে বাবু সিদ্দিক এর ছেলে। স্থানীয়ভাবে সে ‘শিবপুরের আতঙ্ক’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং চালনা, অস্ত্র ব্যবসা, মাদক চোরাচালান ও চাঁদাবাজিতে সক্রিয় ছিল।

Screenshot_20250616-144402_Video Player

সে মোট ৬টি মামলার চার্জশিটভুক্ত আসামি। এর মধ্যে রয়েছে হত্যা, হত্যা চেষ্টা, মাদক ও অস্ত্র আইন সংক্রান্ত অভিযোগ। এছাড়া তার বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

মামলা ও ধারা সমূহঃ
১. ১৩(৭)২৪ - ধারা: ৩০২/৩৪ (হত্যা)
২. ২৭(৮)২০ - ধারা: ১৪৩/৩৪১/৩২৬/৩০৭ (হত্যা চেষ্টা)
৩. ১৬(১০)২৪ - ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৬/৩০৭/৩৮০/৪২৭
৪. ০২(১১)২১ - ধারা: ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৪৩৬
৫. ২০(০৫)২৩ - মাদক সংক্রান্ত
৬. ০১(০১)২ - অস্ত্র ও মাদক।

তার বিরুদ্ধে আরও কন্ট্রাক্ট কিলিং, অস্ত্র চোরাচালান, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাং চালনা যেসব অভিযোগ রয়েছে।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন— “সন্ত্রাস ও অস্ত্রের দাপট যারা দেখাতে চায়, তাদের জন্য শিবপুরে কোনো জায়গা নেই। যেখানেই লুকাক—তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

এই গ্রেফতার স্থানীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলে দিয়েছে। নরসিংদী জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর ও নিরবিচার অভিযানের ফলেই এমন একটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান নিরাপত্তা নিশ্চিতকরণে একটি অনন্য দৃষ্টান্ত।


Share: