Krantikal News

collapse
Home / শিবপুরে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনায় নিহত সাইফুল

শিবপুরে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনায় নিহত সাইফুল

2025-09-27  Mehedi Hasan  142 views

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর শিবপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইটসংলগ্ন একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, শুক্রবার দিবাগত রাতে স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে অবস্থিত মনোয়ার হোসেন রানার মালিকানাধীন ফার্মেসির তালা কেটে ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা চালান সাইফুল। এ সময় দোকানের ভেতর থেকে শব্দ শুনে পথচারীরা বিষয়টি টের পান এবং দোকান মালিককে খবর দেন।
খবর পেয়ে দোকান মালিক মনোয়ার ঘটনাস্থলে এসে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে চোর সন্দেহে সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

ওসি আফজাল হোসাইন আরও জানান,
“ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুলের বিরুদ্ধে পূর্বেও চুরির অভিযোগ ছিল। তবে তার মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে দুঃখজনক বলছেন, আবার কেউ মনে করছেন—চুরি-ডাকাতি রোধে এটি জনরোষের প্রতিফলন।


Share: