Krantikal News

collapse
Home / অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে কিশোরী উদ্ধার ও প্রধান অপহরণকারী গ্রেপ্তার

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে কিশোরী উদ্ধার ও প্রধান অপহরণকারী গ্রেপ্তার

2025-06-17  Mehedi Hasan  204 views

ক্রান্তিকাল নিউজ ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অপহৃত ১৩ বছর বয়সী কিশোরী তানজিনা আক্তার নিপা কে উদ্ধার করেছে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী। একইসঙ্গে অপহরণের মূল হোতা বাহাদুর ইসলাম (২২)-কেও গ্রেফতার করা হয়েছে।

অপহরণের ঘটনাটি ঘটে১৩ জুন ২০২৫, সকাল ৭টার দিকে। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার বাসিন্দা তানজিনা আক্তার নিপাকে বাড়ির সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বাহাদুর ইসলাম ও তার সহযোগী ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে, ১৭ জুন রাত ২টা ৩০ মিনিটে, র‍্যাব-১১ এর একটি চৌকস দল মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং প্রধান অপহরণকারী মোঃ বাহাদুর ইসলাম (২২)-কে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও ক্যাম্প কমান্ডার জুয়েল রানা, পিপিএম-সেবা। অভিযানের পর অপহরণকারী ও ভিকটিমকে আইনানুগ ব্যবস্থার জন্য বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি সময় পর্যন্ত তারা: ১১৪ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৩৬ জন হত্যা মামলার আসামী, ৫৭ জন ধর্ষণ মামলার আসামী, ১৯টি অস্ত্র মামলায় গ্রেফতার, ৯১টি অস্ত্র, ১২৯৩ রাউন্ড গুলি উদ্ধার, ৩১২ জন মাদক কারবারি, ৫৭ জন অপহৃত ভিকটিম উদ্ধার ও ৪৯ জন অপহরণকারী গ্রেফতার করেছে।

এই পরিসংখ্যান র‍্যাবের অপরাধ দমনে অদম্য প্রচেষ্টা ও জনসেবার প্রতি প্রতিশ্রুতির দৃঢ়তা প্রমাণ করে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়— “অপরাধী যতই শক্তিশালী হোক, আইনের হাত থেকে রক্ষা পাবে না। জননিরাপত্তার স্বার্থে র‍্যাবের অভিযান চলমান থাকবে।”

র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী-এর এমন তাৎক্ষণিক ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। দ্রুততম সময়ে কিশোরী নিপাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করায় প্রশংসায় ভাসছে এই এলিট ফোর্স।


Share: