Krantikal News

collapse
Home / “অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আশা করি” — রিজভী

“অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আশা করি” — রিজভী

2025-06-18  Mehedi Hasan  190 views

ক্রান্তিকাল নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন, নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে। তবে তিনি প্রশ্ন তুলেছেন—“যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গায়েবি মামলা ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি কেন?”FB_IMG_1750245876107

বুধবার সকালে রাজধানীতে জিয়াউর রহমানের মাজারে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “কারো যদি মনে হয় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটি সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা—তা ফিরিয়ে আনা ও সুপ্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “সংকট এখনো কাটেনি। গণতন্ত্রের সৌধ নির্মাণ এখনো বাকি।”

FB_IMG_1750245253702

বিএনপির আপসহীন অবস্থান ও নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই বিএনপিকে ভাঙার ফ্যাসিস্ট চক্রান্তগুলো সফল হয়নি। শেখ হাসিনার পরিকল্পনা সব ব্যর্থ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে।”

বর্তমান সময়ের স্বাস্থ্য সংকট নিয়েও সরকারকে দৃষ্টি আকর্ষণ করেন রিজভী। তিনি বলেন, “ডেঙ্গু ও করোনা মোকাবিলায় একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা এখন জরুরি। সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করি।”

FB_IMG_1750252444036

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, জেলা  বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিসয়ক সম্পাদক জয়নাল আবদিন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল, বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি  ফাইজুর রহমান, সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী, সহসভাপতি এম এ জলিল, সভাপতি আকবর হোসেন, সহসভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাছেদ ভুইয়া, জেলা সভাপতি বিজি রশিদ নওশের, সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, সহসভাপতি দীন মোহাম্মদ দীপু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদুৎ, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবীর কামাল ও সেক্রেটারী এ কে এম ফারুক উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজাহান মল্লিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএন জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজারুল হক টিটু,সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল,সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: মনিরুল হক জাবেদ, প্রচার সম্পাদক ইলিয়াছ আলী ভূইয়া, প্রকাশনা বিষয়ক জাহিদুল কবির ভুইয়া, অইন বিষয়ক সম্পাদক এড.নজরুল ইসলাম, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন,  জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, জেলা বিএনপির যুব বিষয়ক  সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি সোহরাব হাসিব হায়দার, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন সুমন চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকারম হোসেন ভুইয়া, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আ: রউফ ফকির রনি, জেলা বিএনপির সহ কোষাদক্ষ সাবেক  পৌর মেয়র আব্দুল কদ্দুছ মিয়া, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক আপেল মাহমুদ, ধম বিষয়ক সম্পাদক জেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সভাপতি এড.উম্মে সালমা মায়া, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আক্তার চৌধুরী খাবির, জেলা বিএনপির মহিলা বিষয়ক সহ সম্পাদক সালমা আহমেদ স্বপনা,জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, জেলা তাঁতি দল সেক্রেটারি আলাউদ্দিন প্রধান, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোশারফ হোসেন সজল, নরসিংদী শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি মইনুল ইসলাম সরকার, প্রমুখ।

রিজভী নবনির্বাচিত নেতাদের সঙ্গে শপথ পাঠ করান এবং আগামীর আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।

গণতন্ত্র পুনরুদ্ধার, গায়েবি মামলার প্রতিকার ও জাতীয় স্বাস্থ্য নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ—এই তিন মূল বার্তা তুলে ধরেছেন রিজভী।


Share: