Krantikal News

collapse
Home / নরসিংদীতে অটোরিকশার ডান পাশের দরজা বন্ধে পৌরসভার কঠোর নির্দেশনা

নরসিংদীতে অটোরিকশার ডান পাশের দরজা বন্ধে পৌরসভার কঠোর নির্দেশনা

2025-06-17  Mehedi Hasan  206 views

ক্রান্তিকাল নিউজ ডেস্ক: নরসিংদী পৌর এলাকাজুড়ে চলাচলকারী সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকের ডান পাশের দরজা এসএস পাইপ দিয়ে স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশনা জারি করেছে পৌরসভা ও জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটি।

সম্প্রতি মে/২০২৫ মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে পৌর প্রশাসক মোঃ মনোয়ার হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।

Screenshot_20250617-091631_Gallery

গণবিজ্ঞপ্তিতে বলা হয়—আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে পৌর এলাকার সব সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকের ডান পাশের দরজায় এসএস পাইপ সংযোজন করে স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিশেষজ্ঞ ও পুলিশ বিভাগের মতে, ডান পাশের দরজা দিয়ে যাত্রী ওঠা-নামার সময় হঠাৎ রাস্তায় নেমে দুর্ঘটনার শিকার হওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের জন্য এটি গুরুতর ঝুঁকির কারণ। অনেক সময় এই কারণে ঘটে প্রাণঘাতী দুর্ঘটনাও।

নরসিংদী পৌরসভা বলছে— “যানবাহনের নিরাপত্তা, যাত্রী সুরক্ষা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।”

চালকদের উদ্দেশ্যে পৌরসভার বার্তা: “নিজের এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে, নির্ধারিত সময়সীমার মধ্যে এসএস পাইপ সংযুক্ত করে ডান পাশের দরজা স্থায়ীভাবে বন্ধ করতে হবে।”

এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন নরসিংদীর সাধারণ যাত্রী ও সচেতন নাগরিকরা। তাদের ভাষ্য— “নিয়মিত দুর্ঘটনা ও যানজট নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। প্রশাসনের এমন সক্রিয়তায় আমরা আশাবাদী।”


Share: