Krantikal News

collapse
Home / নরসিংদীতে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের কঠোর অভিযান অব্যাহত

নরসিংদীতে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের কঠোর অভিযান অব্যাহত

2025-09-26  Mehedi Hasan  108 views

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার নরসিংদী-এর নির্দেশে জেলার সকল থানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে অপরাধী, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে।


জেলা পুলিশের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতসহ মোট ৫৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন ২ জন।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মোঃ মজিদ রানা (৩৪), পিতা মৃত ওসমান গনি, সাং টাটাপাড়া, থানা মাধবদী এবং দ্রুত বিচার আইনে ২ বছরের সাজাপ্রাপ্ত মোঃ জাকির হোসেন, সাং আদিয়াবাদ, থানা রায়পুর—দুজনকেই পুলিশের পৃথক অভিযানে আটক করা হয়।


মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধারসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, অপরাধ দমন ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। জেলা পুলিশ সাধারণ নাগরিকদের আহ্বান জানিয়েছে—“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, পুলিশকে সহযোগিতা করুন; নিরাপদ সমাজ গঠনে অংশ নিন।”


Share: