ক্রান্তিকাল নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ব্যাটারিচালিত থ্রি-হুইলার, অবৈধ রিকশা, সিএনজি ও বটভটির অনিয়ন্ত্রিত চলাচলে শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। আর চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বৈধ বাস, মিনিবাস, ট্রাক ও ট্যাংলড়ি মালিক-শ্রমিকরা।
এই পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে গত মঙ্গলবার (১৩ মে) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না আসায় আজ বৃহস্পতিবার (১৫ মে) নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “গত বছরের জুলাই-আগস্টে সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু এখনো পাঁচদোনা মোড়, মাধবদী, শেখেরচর, বাবুরহাট, জেলখানা মোড়, ভেলানগর, ইটাখোলা ও মরজাল এলাকায় অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বাড়ছে।”
তারা অভিযোগ করেন, এসব অবৈধ যানবাহনের কারণে সড়কে গতি কমে যাচ্ছে, বাড়ছে দুর্ঘটনা আর বৈধ যানবাহনের যাত্রী হারিয়ে যাচ্ছে।
জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, “আমরা নিয়ম মেনে গাড়ি চালিয়ে জীবন চালাচ্ছি, অথচ অবৈধ যানবাহনের কারণে আমাদের আয় প্রায় বন্ধের পথে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তায় বৈধ পরিবহন খাত আজ ধ্বংসের মুখে।”
মানববন্ধনে অংশ নেওয়া একজন পরিবহন শ্রমিক বলেন, “আমরা প্রতিদিন রাস্তায় গাড়ি নিয়ে বের হই, কিন্তু যাত্রী পাই না। অবৈধ রিকশা-ভ্যান সব যাত্রী নিয়ে নিচ্ছে। এখন পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে।”
স্মারকলিপির অনুলিপি জেলা পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, বিআরটিএ ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্তদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বক্তারা হুঁশিয়ারি দেন, “যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”