ক্রান্তিকাল নিউজ ডেস্কঃ নরসিংদীর মাধবদী থানায় ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কামাল হোসেন (৩৭), ইদ্রিস আলি (৬৪), বিল্লাল হোসেন (৩৪), মোবারক হোসেন (৪২), বিদ্যুৎ (১৮), অভি মিয়া (১৯) ও মজিবুর রহমান (৫৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেল বোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল, যখন ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে সেটি ছিনতাই করা হয়। এ ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তানভির হোসেনকে আটক করে, যিনি মাধবদী পৌরসভার সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনার পর সাবেক কমিশনারের সমর্থকরা থানায় হামলা চালিয়ে বেশ কিছু স্থানে ভাঙচুর করেন। তবে, পুলিশ ও ডিবি দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীরা থানা হাজত থেকে তানভিরকে ছিনিয়ে নিতে সক্ষম হয়নি।
এদিকে, পুলিশ ইতিমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে এবং দ্রুতই আরও আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, "এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং হামলাকারীদের আইনের আওতায় আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।"
এ ঘটনার পর পুরো মাধবদী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।