ক্রান্তিকাল নিউজ ডেস্কঃ নরসিংদীর কুন্দারপাড়া এলাকায় সংঘটিত ডাকাতি মামলার অন্যতম পলাতক আসামি ও কুখ্যাত অপরাধী আপেল মাহমুদ (৩৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। শুক্রবার (২৩ মে) রাত ৮টা ৩০ মিনিটে সদর উপজেলার ঘোড়াদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে শিবপুর মডেল থানা পুলিশ।
জানা গেছে, আপেল মাহমুদের বিরুদ্ধে রয়েছে ডাকাতি ও অস্ত্র আইনে মোট ২৩টি মামলা, যার মধ্যে বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলাও রয়েছে। এছাড়া নরসিংদী সদর থানায় তার নামে রয়েছে ৮টি গ্রেপ্তারি পরোয়ানা। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ এড়িয়ে আত্মগোপনে ছিল।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, “আপেল মাহমুদ কুন্দারপাড়া ডাকাতি মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া একজন আসামি। তাকে গ্রেপ্তারের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও জানান, আটককৃত আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।