ক্রান্তিকাল নিউজ ডেস্ক: আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক নেতা পেয়েছি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নরসিংদী জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি। তিনি বলেন, “আক্তার হোসেন বিপ্লবীদের প্রেরণা, তাকে দমিয়ে রাখা যাবে না।” মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ সাধারণ সভায় যোগ দিতে বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী যুবলীগের নেতৃত্বে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও তাসনিম জারাসহ অন্যান্য নেতাদের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির ঢাকা উত্তর এর উপকমিটি সদস্য বিল্লাল হোসেন, পলাশ উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, সদরের নুর হোসাইন, রায়পুরার প্রধান সমন্বয়কারী হামিদুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নরসিংদী জেলা আহবায়ক ফাহিম ভুইয়া রাজ অভি ও সদস্য সচিব আবরারুল হক, জেলা সদস্য ইয়াকুব গাজী, সদরের যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্রে এনসিপি ও অন্যান্য বিরোধী দলের নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন— “ফ্যাসিবাদের প্রেতাত্মারা সময় সময় মাথাচাড়া দিয়ে উঠছে, অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। এ নীরবতাই বিপ্লব দমন ও গণতন্ত্র নস্যাৎ করার কারণ হয়ে দাঁড়াচ্ছে।”
বিক্ষোভ মিছিলটি তাহমিদ চত্বর থেকে শুরু হয়ে জেলা গ্রন্থাগারের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।