রিপোর্ট মেহেদী হাসান : নরসিংদীতে চোরাই অটোরিকশাসহ দুই চোরকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানার বানিয়াছল এলাকায় জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদী সদর উপজেলার বানিয়াছল গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে মো. আরিফ মিয়া (৩০) এবং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার গোখারকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. কাইয়ুম মিয়া (২৮)।
নরসিংদী জেলা পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চোরাই অটোরিকশাসহ দুই চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে বিক্রি করছিল।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন তারা।