রিপোর্ট মোঃ মুক্তাদির হোসেন: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর ২০২৫ সালের আলিম শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান। শনিবার সকালে শহীদ মালেক অডিটোরিয়ামে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।
অনুষ্ঠানে আলিম শ্রেণির প্রায় এক হাজারেরও বেশি নবাগত শিক্ষার্থী অংশ নেয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। কুরআন তেলাওয়াত করেন ক্বারী তাওহিদ ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন টাকসুর ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ইকবাল কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুঞ্জর রহমান।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধই আদর্শ মানুষ গঠনের প্রধান ভিত্তি। তারা শিক্ষার্থীদের আলোকিত চরিত্রে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্বাগত উপহার হিসেবে টি-শার্ট, ব্যাজ ও চাবির রিং।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব। এতে গজল পরিবেশন করেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক ও তুরাগ শিল্পীগোষ্ঠী।
গজল ও ইসলামি নাট্য পরিবেশনায় পুরো অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে। দুপুরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।