রিপোর্ট শেখ শাকিল হাসান: জামালপুরের ইসলামপুরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওসমান হারুনী (৪৩)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় নিজ বাড়ির একটি টিনসেড ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওসমান হারুনী স্থানীয় মৃত আবু তালেবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং দৈনিক আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের টিনসেড ঘরে যান—যেখানে তিনি প্রায়ই সংবাদ লেখা ও পাঠানোর কাজ করতেন। কিছুক্ষণ পর তার ছোট ভাইয়ের স্ত্রী ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত ছুটে গিয়ে মরদেহ নামিয়ে আনেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, “কিছুদিন ধরে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। অসুস্থতার কারণে একটি অপারেশন হয়েছিল, সামনে আরেকটি হওয়ার কথা ছিল। তিনি খুবই চুপচাপ ছিলেন। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন—তা আমাদের কেউই বুঝে উঠতে পারছি না।”
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. স. ম. আতিকুর রহমান জানান,“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা ও মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।”
এদিকে সাংবাদিক ওসমান হারুনীর মৃত্যুতে জামালপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।