Krantikal News

collapse
Home / Politics / হাতকড়ায় বাবার জানাজায় কারাবন্দী ছাত্রলীগ নেতা

হাতকড়ায় বাবার জানাজায় কারাবন্দী ছাত্রলীগ নেতা

2025-08-16  Mehedi Hasan  274 views

ক্রান্তিকাল নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে বাবার জানাজায় অংশ নিতে মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান কারাবন্দী ও নিষিদ্ধ ঘোষিত শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে কঠোর পুলিশ পাহারায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

Screenshot_20250816-011855_Gallery

চক্রদা ইউনিয়নের আশরাফপুর গির্জাপাড়া গ্রামের প্রয়াত আব্দুল হাই খোকা ভূইয়ার ছেলে ফাজায়েল ভূইয়াকে জানাজায় অংশ নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় দেখা যায়, যা স্থানীয়দের নজর কাড়ে। এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, “জানাজার সময় তার একটি হাতকড়া খুলে দেওয়া হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে পুলিশ উপস্থিত ছিল।”

Screenshot_20250816-011754_Gallery

জানাজা ও দাফন শেষে বিকেলে পুলিশ পাহারায় ফাজায়েল ভূইয়াকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।


Share: