Krantikal News

collapse
Home / ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডে ট্রান্সফরমার পুড়ে ছাই

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডে ট্রান্সফরমার পুড়ে ছাই

2025-09-25  Mehedi Hasan  84 views

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর পলাশে অবস্থিত ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩২/৩৩ কেভির একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে বিদ্যুৎকেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে পড়ে নরসিংদীর পলাশ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর বিকল্প উপায়ে পলাশ লাইনে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়।

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান,“ভোরে হঠাৎ জাতীয় গ্রিডের সাবস্টেশনে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস এসে দ্রুত নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”


এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে।


Share: